মুকুলের খপ্পর থেকে অর্জুন সিংকে বাঁচাতে নবান্নে ডেকে কথা মমতার
সুতপা সেন: গুঞ্জন চলছিল লোকসভা ভোটে প্রার্থী না করা হলে অর্জুন সিং চলে যেতে পারেন বিজেপিতে। সেই অর্জুন সিংকেই নবান্নে ডেকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দীনেশ ত্রিবেদীও।
সূত্রের খবর, বারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে ফের সাংসদ করতে চলেছে তৃণমূল। কিন্তু ওই কেন্দ্রে সাংসদ হতে চান অর্জুন সিং।
জল্পনা, বারাকপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী না করা হলে বিজেপির টিকিটে দাঁড়াতে পারেন অর্জুন সিং। বিজেপি সূত্রের খবর, মুকুল রায়ের সঙ্গে যোগাযোগও রেখে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।
বারাকপুরে দীনেশকেই তৃণমূল প্রার্থী করছে বলে খবর। সোমবার দলের দ্বন্দ্ব মেটাতে অর্জুন সিং ও দীনেশ ত্রিবেদীকে নবান্নে ডেকে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জট কাটাতে দুজনের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী।
জানা গিয়েছে, দীনেশ ত্রিবেদীকেই বারাকপুর কেন্দ্রের প্রার্থী করতে চান তৃণমূল নেত্রী। একইসঙ্গে অর্জুনকেও দলে ধরে রাখতে চান। আর সে কারণেই দুজনকে ডেকে শলা করানোর চেষ্টা করলেন মমতা, মত রাজনৈতিক মহলের একাংশের।