Arjun Singh: `বোর্ডে লেখা থাকত ফি, মমতার রেলমন্ত্রী কালে রেলের চাকরি বিক্রি`, বিস্ফোরক অর্জুন!
বরুণ সেনগুপ্ত: প্রচারে বেরিয়ে বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
চাকরি বিক্রি ইস্যুতে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন তিনি।
অর্জুন সিং অভিযোগ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন কাঁচরাপাড়াতে রেলের চাকরি বিক্রি হয়েছে।"
তাঁর বিস্ফোরক দাবি, "এখানে বোর্ড লাগানো থাকত, কোন চাকরির কত টাকা ফি। কোন চাকরি কত টাকায় বিক্রি!"
তিনি আরও বলেন, "অর্জুন সিং যমরাজ ছাড়া কাউকে ভয় পায় না। এখানে এখন যারা বাহুবলী হয়েছে, তারা আমার হাতে তৈরি। তারা আমার চেলুয়ার চেলুয়া ছিলো।"
কাঁচরাপাড়ায় মিছিলের পর কর্মীদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন অর্জুন সিং।