সাংবাদিকদের চোখে ধুলো দিয়ে ঝাড়খণ্ড যাচ্ছি বলে দিল্লির বিমানে উঠলেন অর্জুন সিং

Wed, 13 Mar 2019-10:55 pm,

জল্পনা চলছিল। সেই জল্পনাই কি সত্যি হতে চলেছে? তবে কি টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন অর্জুন সিং? বুধবার দলীয় কর্মীদের ঝাড়খন্ড যাচ্ছি বলে দিল্লির বিমানে উঠে পড়েন ভাটপাড়ার তৃণমূল বিধায়ক।

বারাকপুর আসনে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেছে তৃণমূল। ওই কেন্দ্রে এবার প্রার্থী হতে চেয়েছিলেন দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং। সমাধানসূত্র খুঁজতে সোমবার নবান্নে দুজনকে ডেকে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই বৈঠকে অর্জুনকে মন্ত্রিত্বের প্রস্তাব দেন তৃণমূল নেত্রী। 

দীনেশ-অর্জুন মিটমাট হয়ে গিয়েছে বলে যখন মনে হচ্ছিল, ঠিক তখনই দিল্লির বিমান ধরলেন তৃণমূল নেতা।  

 

এদিনই নিজের অসন্তোষের ইঙ্গিত দিয়েছিলেন অর্জুন সিং। তাঁর কথায়, ''পাঁচজন দাবিদার থাকতেই পারে। দল সিদ্ধান্ত নিয়েছে। কর্মী হিসেবে কাজ করব। সৈনিক তো ঠিক করে না''। দীনেশ ত্রিবেদী জিতবেন? অর্জুনের কৌশলী জবাব, পাবলিকের ভোটের উপরে নির্ভর করে। আমি জ্যোতিষ নই। আমরা কাজ করব। 

 

বুধবার সন্ধেয় অর্জুন দলীয় কর্মীদের জানান, লোকসভা ভোটের আগে দলের রণকৌশলের জন্য ঝাড়খণ্ডে যাচ্ছেন তিনি। 

সন্ধেয় তাঁর গাড়ি এসে থামে দমদম বিমান বন্দরের কাছে। কিন্তু সাংবাদিকদের ধুলো দিতে সেই গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যান তিনি। খানিকক্ষণ পর আবার গাড়ি আসে বিমানবন্দরের সামনে। তড়িঘড়ি গাড়ি নেমে কার্যত দৌড় দেন অর্জুন সিং। 

জানা দিয়েছে ৮টা ৩০ মিনিটের Sg0254 বিমানে দিল্লি উড়ে গিয়েছেন অর্জুন সিং। তাঁর আচমকা দিল্লি সফর নিয়ে দানা বেঁধেছে জল্পনা। বলে রাখি, বারাকপুর আসনে তাঁকে প্রার্থী করার প্রস্তাব দিয়ে রেখেছে বিজেপি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link