লঙ্কা কাণ্ড! করোনা রুখতে বন্দুক হাতে রাস্তায় টহল দিচ্ছে আমজনতা
নিজস্ব প্রতিবেদন: করোনা রুখতে সরকার কার্ফু জারি করেছ। কিন্তু সঠিক ভাবে যাতে তা পালিত হয়, তার জন্য বন্দুক হাতে রাস্তায় নেমেছে সাধারণ নাগরিকরা।
গুয়াতেমালার সান ভিসেন্তে পাকায়া শহরে বন্দুক হাতেও চলছে নজরদারি। মোটর সাইকেলে চসে ফেলা হচ্ছে সব গলি। কার্ফু বলবৎ হতেই হবে।
সমবেত পরিকল্পনায় করোনা রুখতে এমনই পদক্ষেপ করেছেন সে দেশের নাগরিকরা। একদম ছক করেই চলছে টহল।
করোনা রুখতে সব দেশের প্রশাসনই কড়া হাতে লকডাউন কায়েম করার চেষ্টা করেছে। কিন্তু বন্দুক হাতে এ দৃশ্য একেবারে নতুন।
গুয়াতেমালায় এপর্যন্ত মোট করোনা আক্রান্ত ৩০ হাজার ৮৭২। মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০২ জন।