স্তব্ধ তিলোত্তমাকে সচল করতে অ্যাকশনে সেনা, সকাল থেকে শুরু গাছ কাটার কাজ
নিজস্ব প্রতিবেদন : শনিবার সন্ধ্য়ার পর রবিবার সকাল হতেই ফের অ্যাকশনে সেনা। আমফানে স্তব্ধ কলকাতাকে সচল করতে, গতকাল থেকেই রাজপথে নেমেছে সেনা।
যত দ্রুত সম্ভব গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেনা। বেহালা রায় বাহাদুর রোডে ঝড়ের পর থেকেই বেশ কয়েকটি গাছ পরে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।
গতকাল রাতে সেনা জওয়ানরা ২টি গাছ কেটে পরিষ্কার করে। আজ সকাল থেকে তারা আবার গাছ কাটতে শুরু করল।
বেহালার পাশাপাশি বালিগঞ্জেও শুরু হয়েছে গাছ কাটার কাজ। একইসঙ্গে সল্টলেকেও গাছ কাটতে শুরু করেছে সেনা।
আমফান আছড়ে পড়ার থেকেই গাছ পড়ে অবরুদ্ধ সল্টলেক। এদিন সকালে সল্টলেকের ময়ূখ ভবন মোড়ে গাছ কাটার কাজ শুরু করে আর্মির টিম।