আয়ুষকে পছন্দ নয়? বোন অর্পিতার বিয়ে নিয়ে বিস্ফোরক সলমন

Thu, 09 Aug 2018-4:18 pm,

আচমকাই আয়ুষকে খান বাড়ি নিয়ে আসেন অর্পিতা, 'লাভরাত্রি'-র ট্রেলর মুক্তির দিন বোনের বিয়ে নিয়ে মুখ খোলেন সলমন খান   

আয়ুষ-অর্পিতার বিয়ের জন্য মুম্বই থেকে হায়দরাবাদ উড়ে যান সলমন খান-রা  

হায়দরাবাদের 'ফলকনুমা প্রাসাদে' বসে আয়ুষ-অর্পিতার বিয়ের আসর  

নিজের হোম প্রোডাকশন 'লাভরাত্রি'-র  জন্য আয়ুষ সর্মাকেই বেছে নেন সলমন খান  

প্রতিদিন সকালে দেরি করেই ঘুম থেকে ওঠেন, আর বোনদের পাত্র পছন্দের খবর আসে সাত সকালে, এমনই জানান সলমন খান

'মাই পঞ্জাবি নিকাহ'-র জন্য কোনও অভিনেতাকে খুঁজছিলেন সলমন খান-রা

সোহেল জানান, জিমে একজনের সঙ্গে পরিচয় হয়েছে, যিনি এই সিনেমার জন্য 'পারফেক্ট'  

অর্পিতা আয়ুষকে বিয়ে করবে বলে সলমনদের জানান, আর তখনই সলমন,সোহেল, আরবাজরা রাজি হয়ে যান বলে জানান

আলভিরা খান অতুল অগ্নিহোত্রীকে বিয়ের কথা জানালেও, সলমনরা প্রথমে ঝটকা খান বলে জানান  

বোন আলভিরা খানের বিয়ের সময়ও একই ঘটনা ঘটে  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link