মাথায় প্রায় ৮৪ লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে Asansol দাপিয়ে বেড়াচ্ছেন Saayoni

Sun, 25 Apr 2021-2:56 pm,

নিজস্ব প্রতিবেদন: সোশাল মিডিয়ায় ট্রোল, নেটিজেনদের আক্রমণ, বিতর্ক - কিছুই গায়ে না মেখে রীতিমতো আসানসোল দাপিয়ে বেড়াচ্ছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ঝড় ঝাপটাকে সঙ্গী করেই প্রচার সারছেন তৃণমূলের আসানসোল (Asansol) দক্ষিণ কেন্দ্রের এই তারকা প্রার্থী।

 

সোমবার সপ্তম দফায় সায়নীর ভাগ্য পরীক্ষা। আসানসোল দক্ষিণে ভোট। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে (Election Commission) হলফনামা জমা দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী বিগত ২০১৯-২০ অর্থবর্ষে ৮৯ লক্ষ ২ হাজার ৫৬৮ টাকা ৩২ পয়সা উপার্জন ছিল সায়নীয়। কিন্তু বর্তমানে তাঁর হাতে মাত্র ৩২ হাজার ৭৭৫ টাকা রয়েছে। তবে বিভিন্ন ব্যাঙ্ক মিলিয়ে মোট ১০ লক্ষ ৩৩ হাজার ৮২৫ টাকা ৮ পয়সা গচ্ছিত রয়েছে অভিনেত্রীর নামে।

বিনিয়োগের খতিয়ান বলছে সায়নী শেয়ার বাজারে কোনও বিনিয়োগ করেননি। তবে জীবনবীমায় বিনিয়োগ করেছেন মোট ৮ লক্ষ ৫২ হাজার ৩৭৬ টাকা। উল্লেখ্য, ২০১৭ সালে ৬ লক্ষ ৭৭ হাজার ৩৬৯ টাকা দিয়ে একটি হন্ডা জ্যাজ কিনেছিলেন সায়নী।

নগদ ও ব্যাঙ্কের আমানত ছাড়াও সায়নীর কাছে ৪ গ্রাম সোনা রয়েছে যার বর্তমানে বাজারদাম ২৩ হাজার ১১২ টাকা। দক্ষিণ কলকাতার যাদবপুরে বহুতলের একটি ফ্ল্যাটে থাকেন সায়নী। ২০১৫ তে ২৪ লক্ষ টাকা দিয়ে ঐ ফ্ল্যাট কেনেন সায়নী। সেই ফ্ল্যাটের দাম বর্তমানে এসে দাঁড়িয়েছে প্রায় ৩৪ লক্ষ টাকায়। অন্য কোনো বাড়ি বা দোকানঘর সায়নীর নামে নেই।

সব মিলিয়ে মোট ৮৩ লক্ষ ৮২ হাজার ৭৫১ টাকা ৫২ পয়সা ঋণের বোঝা রয়েছে সায়নীর উপর। হলফনামায় নিজেকে অভিনেত্রী হিসেবেই দেখিয়েছেন সায়নী। উপার্জনের একমাত্র উৎস হিসেবে অভিনয়ের পারিশ্রমিক ও বিজ্ঞাপনবাবদ আয় দেখিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, আসানসোলা দক্ষিণ কেন্দ্রে আগামীকাল ভোট। সায়নীর সঙ্গে ভোটযুদ্ধে বিপরীতে রয়েছেন বিজেপির তরফে অগ্নিমিত্র পাল ও সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএমের প্রশান্ত ঘোষ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link