মাছ বিক্রেতাকে বাঁচাতে ট্রাক-তেলের ট্যাঙ্কারে মুখোমুখি সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত ৩

Sun, 13 Jun 2021-2:41 pm,

নিজস্ব প্রতিবেদন: বড়সড় দুর্ঘটনা আসানসোলের কাছে জাতীয় সড়কে। তেলের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ট্রাকের।

ধাক্কা লাগার পরই আগুন ধরে যায় ট্যাঙ্কার ও ট্রাকে। দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনজন। 

ট্যাঙ্কারের চালক ও খালাসি সম্ভবত নিজেকে বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছেন। আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেট এর ডিসি ট্রাফিক আনন্দ রায় জানিয়েছেন, দুই নম্বর জাতীয় সড়কের উপরে কাল্লা মোরে এ দুর্ঘটনাটি ঘটেছে।   পুলিস ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। হাত লাগান স্থানীয়রাও। 

 পুলিস ঘটনাস্থলে পৌঁছে দেখে, জলন্ত ট্রাকের মধ্যেই আটকে রয়েছেন একজন। স্থানীয় সূত্রে জানা যায়, দুই মাছ বিক্রেতা মাছ নিয়ে জাতীয় সড়ক পারাপার করছিলেন।

 সে সময় ট্যাঙ্কার ও ট্রাক দুজনেই ব্রেক কষে রাস্তা পারাপার করা মাছ বিক্রেতাদের বাঁচানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ  হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে।

তেলের ট্যাঙ্কার থাকার দরুন, ধাক্কা লাগার পর  দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। এই দুর্ঘটনার কবলে পরে ওই দুজন মাছ বিক্রেতাও।  

আশঙ্কাজনক অবস্থায়  তাদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসকরা তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন। 

আরেকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।  তার অবস্থা ভালো নয়। ট্রাকের মধ্যেই মৃত অবস্থায় পাওয়া যায় বাকিদের। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link