Assam Floods: বন্যায় ভাসছে কাজিরাঙা, ভেসে গেল গন্ডার-সহ অসহায় ১৩৭ বন্যপ্রাণ!

Tue, 09 Jul 2024-2:59 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রবল বন্যায় ভাসছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। ভেসে গিয়েছে ১৩৭ বন্য পশু। 

মৃত পশুদের তালিকায় রয়েছে ৬ গন্ডারও। যে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা। মৃত পশুদের তালিকায় রয়েছে ১০৬টি হগ ডিয়ার, ২টি সম্বরও। 

তবে কাজিরাঙা কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে তারা ৯৯টি পশুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ২টি গন্ডারের বাচ্চা ও ২টি হাতি শাবক রয়েছে। 

বন্যায় আসামে বেড়েছে প্রাণহানিও। এখনও পর্যন্ত কমপক্ষে ৭২ জন প্রাণ হারিয়েছেন বন্যায়। বন্যা বিধ্বস্ত এলাকায় চলছে উদ্ধারকাজ।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ ও এসডিআরএফ। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link