তিন রাজ্যে সিপিএম, আপ, সপার চেয়ে বেশি ভোট পড়েছে নোটায়
ছত্তীসগঢ়ে ৯০টির মধ্যে ৮৫টি আসনে প্রার্থী দিয়েছিল আম আদমি পার্টি। তাদের ভোটপ্রাপ্তির হার ০.৯ শতাংশ। সেখানে নোটা পড়েছে ২.১%। সমাজবাদী ও এনসিপি পেয়েছে ০.২ শতাংশ করে ভোট। ওই রাজ্যে সিপিআই পেয়েছে মাত্র ০.৩ শতাংশ ভোট।
মধ্যপ্রদেশে নোটায় পড়েছে ১.৫ শতাংশ ভোট। সমাজবাদী পার্টি পেয়েছে ১.০১ শতাংশ। আপ পেয়েছে ০.৭%।
রাজস্থানে নোটায় ভোট পড়েছে ১.৩ শতাংশ। সিপিএম ও অখিলেশের সমাজবাদী পার্টির ভোটপ্রাপ্তির হার যথাক্রমে ১.২ শতাংশ ও ০.২ শতাংশ। আপের ভোটপ্রাপ্তির হার ০.৪ শতাংশ। ০.৩ শতাংশ ভোট পেয়েছে রাষ্ট্রীয় লোকদল। তবে রাজস্থানে দুটি আসন পেয়েছে বামপন্থীরা।
তেলেঙ্গানায় নোটায় পড়েছে ১.১ শতাংশ ভোট। সিপিএম পেয়েছে ০.৪ শতাংশ এবং সিপিআই ০.৪ শতাংশ। এনসিপি পেয়েছে মাত্র ০.১ শতাংশ।