রাজস্থানে মওকা বুঝে `অন্যান্য`দের নিয়ে সরকার গঠনে তদ্বির বিজেপির
রাজস্থানে মরণ-বাঁচন লড়াই চলছে। কংগ্রেস এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নেই তাদের। আর সে জন্য ইতিমধ্যেই নির্দলদের কাছে সমর্থন চেয়েছেন সচিন পাইলট।
সূত্রের খবর, রাজস্থানে বর্তমান পরিস্থিতিতে সরকার গঠনের অঙ্ক কষতে শুরু করেচে বিজেপি। আর সেই অঙ্কে তাদের ভরসা বিক্ষুব্ধরা। এরইসঙ্গে কংগ্রেসের বিক্ষুব্ধদের দলে টানার চেষ্টা করছে গেরুয়া শিবির। মরুরাজ্যে অশোক গেহলত ও সচিন পাইলটের মধ্যে ঠাণ্ডা লড়াই রয়েছে। সেটাই কাজে লাগাছে চাইছে বিজেপি।
ভোটের আগে রাজস্থানের মুখ্যমন্ত্রীর বিরোধিতা করে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েন বিজেপি নেতারা। এরইসঙ্গে রয়েছে প্রাক্তন বিজেপি নেতা হনুমান বেনিওয়ালের দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি। বলে রাখি, বেনিওয়ালের আপত্তিও বসুন্ধরাকে নিয়েই।
ইতিমধ্যেই অন্যান্যরা পেয়েছে ২১টি আসন। বসপার হাতে রয়েছে ৫টি। মায়াবতীর পক্ষে বিজেপির সঙ্গ দেওয়া সম্ভব নয়। কিন্তু তাঁর দলের বিধায়করা মায়ার কথা শুনবেন, এমন গ্যারান্টি রাজনীতিতে কেউ দিতে পারে না।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাজস্থানে বিজেপি এগিয়ে ৭২টি আসনে। ৯৯ আসনে এগিয়ে কংগ্রেস।