সিকিম ও অরুণাচল বিধানসভা নির্বাচনে ১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির
লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের জল্পনার মধ্যেই অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের অংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।
বৃহস্পতিবার সিকিম ও অরুণাচল বিধানসভা নির্বাচনের ১৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এর মধ্যে রয়েছেন অরুণাচলের ৬ প্রার্থী ও সিকিমের ১২ জন প্রার্থী।
অরুণাচল বিধানসভায় মোট আসন ৬০। এর মধ্যে বিজেপির দখলে রয়েছে ৩৬ আসন। এনপিপির হাতে রয়েছে ১৬, কংগ্রেস ৬ ও আইএনডি ২টি আসন।
সিকিম বিধানসভায় মোট আসন ৩২। এর মধ্যে গত বিধানসভায় এসডিএফ পেয়েছে ২৩ আসন ও এসকেএম পেয়েছে ৯ আসন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই দেশের ৪ রাজ্যে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে।
বিভিন্ন রাজ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বুধবার টানা কয়েক ঘণ্টা বৈঠক করে বিজেপির নির্বাচন কমিটি। ওই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, সুষমা স্বরাজ ও অরুণ জেটলি। এদিন বিহার, তেলেঙ্গানা, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ বিধানসভায় প্রার্থী দেওয়া নিয়েও আলোচনা হয়।