অবিশ্বাস্য যে ১০ রেকর্ডের মালিক বিরাট কোহলি

Fri, 16 Feb 2018-2:39 pm,

টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম হাজার রানের মালিক বিরাট কোহলি। ইংল্যান্ডের কেভিন পিটারসন যেটা করেছিলেন ৩২ ইনিংসে, বিরাট সেটা করে দেখিয়েছেন ২৭ ইনিংসেই। 

অধিনায়ক হিসেবে একটি ক্রিকেট বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ২০১৭-তে কোহলির রান ছিল ১৪৬০। এর আগে এই রেকর্ড নিজের দখলে রেখেছিলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (২০০৭ সালে ১৪২৪ রান)। 

বিশ্বের দ্রুততম ৯০০০ হাজার রানের রেকর্ডও রয়েছে বিরাট কোহলির। ১৯৪ ইনিংসেই এই মাইলস্টোনে পৌঁছেছেন বিরাট কোহলি। এর আগে ২০৫ ইনিংসে ৯০০০ রান করার রেকর্ড ছিল এবিডি'র। 

অধিনায়ক হিসেবে সর্বাধিক ১৩ শতরানের নজির রয়েছে বিরাট কোহলির। এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ১১ শতরান করে এই ক্লাবের শীর্ষে ছিলেন। 

ব্রায়ান লারার ৫ দ্বিশতরানের রেকর্ড ভেঙে কোহলিই এখন পৃথিবীর একমাত্র ক্রিকেট অধিনায়ক যিনি টেস্ট ক্রিকেটে ৬টি দ্বিশতরান করেছেন। 

কোহলিই একমাত্র ব্যাটসম্যান, যিনি পরপর দু'বছরের মধ্যেই তিনটি দ্বিশতরান করেছেন (টেস্ট ক্রিকেট)।

সচিনের পর এখন একমাত্র বিরাট কোহলিরই ৩৪টি একদিনের শতরানের রেকর্ড রয়েছে।    

ক্রিকেট ক্যালেন্ডারের এক বছরের মধ্যে অধিনায়ক বিরাটের দখলে রয়েছে ৬টি শতরান। যা আর কোনও ক্রিকেট অধিনায়কের নেই।

২০১৬ ক্রিকেট বর্ষে কোহলিই ছিলেন একমাত্র ক্রিকেটার, যার ব্যাটিং গড় ছিল ৫০-এর ওপর (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি)।

দ্বিপাক্ষিক সিরিজে (একদিনের আন্তর্জাতিক) ৬ বার ৩০০ প্লাস রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির। যা আর অন্য ক্রিকেটারের নেই। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link