Shani and Rahu: রাহু-শনির অশুভ অবস্থান! ক্ষতি এড়াতে আজই করুন এই প্রতিকার
বৈদিক শাস্ত্রমতে শনি, রাহু ও কেতুর অবস্থান কুষ্ঠিতে খারাপ ভাবে থাকার ফলে জীবনে নেতিবাচক প্রভাব ফেলে ৷ শনিদেব কর্মফল দাতা, তাঁকে ন্যায়প্রিয় বলেও মনে করা হয় ৷ যে সকল ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে অনেক গ্রহ শুভ স্থানে থাকে আবার অনেক সময় অশুভ স্থানে থাকে, সেই ব্যক্তির জীবনে কখনোও সাফল্য আসে না।
যদি কোন ব্যক্তির ওপর শনি, রাহু গ্রহ দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তিকে বারবার জীবনে প্রতারিত হতে হয়। শ্ত্রুরা তার অনেক ক্ষতি করে। আর্থিক দিক থেকেও আগামী মাসে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হতে পারে তাঁদের।
শনিদেবকে মকর ও কুম্ভ রাশির স্বামী বলেই মনে করা হয়, অন্তত জ্যোতিষ তেমনই বলে ৷ তুলাকে শনির উচ্চরাশি বলে মনে করা হয় ৷ যদি শনি ও রাহুর শেনদৃষ্টি থেকে বেরোতে চান তাহলে কিছু কাজ এড়িয়ে চলুন।
কুকুরকে হয়রান করতে যাবেন না। শনি যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে কুকুরে চড়ে থাকেন তবে এর অর্থ অন্যের উপর নির্ভরশীল হওয়া।
বাথরুম পরিস্কার রাখুন নইলে বাড়ে রাহুর ুপ্রকোপ। দুর্ঘটনা বা কারাবাসের মত সমস্যার সংযোগ তৈরি হতে পারে ৷ একই সঙ্গে ব্যক্তিত্বের উপরে মিথ্যা অপবাদ আসতে পারে ৷
কুষ্ঠিতে রাহু পীড়িত হলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ৷ ছল, কপট বা মানুষ ঠকে যেতে পারে ৷ ব্যক্তি মদ, মাংস-সহ অনান্য খারাপ পদার্থ সেবন করে ৷
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এর বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে জি ২৪ ঘণ্টার কোনও দায় নেই।)