Solar System with Three Suns: ৫০০ আলোকবর্ষ দূরে `গ্রহের কারখানা`! `ফ্রোজেন মলিকুল` দিয়ে সেখানে রান্না হচ্ছে নতুন `পৃথিবী`...

Soumitra Sen Mon, 09 Dec 2024-6:12 pm,

'জিজি তাউ এ' নামের সিস্টেম'টিকে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন পৃথিবী থেকে প্রায় ৫০০ আলোকবর্ষ দূরে (৪৮৯ লাইট-ইয়ার্স)! 

এই জায়গাটা আসলে এমন একটা অঞ্চল, যেখানে তরুণ গ্রহেরা জন্ম নেয়। ফলে, এটি থেকে কী ভাবে নতুন গ্রহ তৈরি হয়ে ওঠে, তার ইতিহাস-ভূগোল ও বিজ্ঞান স্পষ্ট হয়ে উঠবে।

জিজি তাউ এ' সিস্টেম'টি মোটামুটি ১ থেকে ৫ মিলিয়ন, মানে, ১০ থেকে ৫০ লক্ষ বছরের পুরনো। মহাকাশের বয়সের হিসেবে যদিও খুবই তরুণ এটি। এবং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি একটি তিন-সূর্যের সিস্টেম। মানে, আমরা যেমন জানি, গ্রহগুলি একটি সূর্যের অধীনে, এখানে বিষয়টি তেমন নয়। এটিকে 'ভেরি রেয়ার' বলা হচ্ছে। এটি একটি মাল্টি-স্টার সিস্টেম! 

বিজ্ঞানীরা এখানে একটা 'প্রো-প্ল্যানেটরি ডিস্কে'র সন্ধান পেয়েছেন-- যার চারদিকে গ্যাস ও ধুলোর ঘুরন্ত বলয়।

এই অসামান্য কাজটি করেছে ওডিশার 'নাইসার' (NISER) তথা 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ' (National Institute of Science Education and Research)। 

এ-কাজে তাদের সহায়ক হয়েছে চিলের আতাকাম মরুভূমির অ্যাডভান্স রেডিয়ো টেলিস্কোপ। 'নাইসারে'র বিজ্ঞানীরা এই টেলিস্কোপের সাহায্যে ওই গ্যাস ও ধুলোর ঘুরন্ত বলয় তথা 'প্রো-প্ল্যানেটরি ডিস্ক' থেকে নির্গত কণার সন্ধান পেয়েছেন। তাঁরা এটিকে বলছেন 'ফ্রোজেন মলিকুল'। এই বরফায়িত অণুই বড় বড় গ্রহ তৈরির বুনিয়াদি কণা (building blocks for new planets) বলে জানা যাচ্ছে। সাম্প্রতিক জ্যোতির্বিদ্যায় খুবই তাৎপর্যপূর্ণ এই আবিষ্কার। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link