Deadliest Winter Storms: বীভৎস! হাড়হিম ঠান্ডা! মরণশীতল হাওয়ার ছোঁয়ায় মরণঘুমেই সকলে...

Soumitra Sen Sat, 28 Dec 2024-4:14 pm,

বহু মানুষ মারা গিয়েছিলেন। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। সব মিলিয়ে এক ব্যাপক বিপর্যয়। 

প্রায় নতুন বছর শুরুর মুখেই ভয়ংকরতম প্রাকৃতিক বিপর্যয়। নদী ও সমুদ্র থেকে বয়ে আসা ভয়ংকর ঠান্ডা হাওয়াই ঘটিয়েছে এই বিপর্যয়-- এমনই পর্যবেক্ষণ।

প্রচন্ড ঠান্ডা মানে, কনকনে হাওয়া সঙ্গে বরফঝড়।

কত মানুষ যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন! গাড়ি থেকে নামতে গিয়ে অ্যাকটিভ ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে পড়ে গিয়ে মর্মান্তিক পরিণতি!

সব মিলিয়ে কত মৃত্যু? অন্ততপক্ষে ৪৩ জন!

কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন'টি স্টেট মিলিয়ে মোট ৪৩ জনের মৃত্যু। এটা অবশ্য এ বছরের জানুয়ারির ঘটনা। আর এক সপ্তাহ পরেই নতুন বছর, জানুয়ারি মাস। এদিকে সারা বিশ্বে এবারও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ফলে, জানুয়ারির আগেই আতঙ্কে কেঁপে উঠছেন মানুষজন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link