দক্ষিণ অস্ট্রেলিয়ায় ৫ দিনে গুলি করে মারা হল ৫০০০ উটকে

Tue, 14 Jan 2020-6:45 pm,

ঘোষণা হয়েছিল আগেই। নিশানায় ছিল ১০,০০০। সেইমতো টানা পাঁচদিন ধরে অস্ট্রেলিয়ায় গুলি করে মারা হল ৫,০০০ বন্য উটকে।

বিপুল সংখ্যক ওই উটকে মারার জন্য ভাড়া করা হয়েছে প্রশিক্ষিত শার্প শ্যুটারকে। কপ্টারে চড়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার ঘরা দুর্গত এলাকায় তারা মেরে চলেছেন বন্য উটদের।

কেন এমন সিদ্ধান্ত? দক্ষিণ অস্ট্রলিয়ার এপিওয়াই এলাকায় থাকেন অস্ট্রেলিয়ার আদিবাসীরা। প্রায় আড়াই হাজার মানুষের বাস সেখানে। সেইসব এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বন্য উট।

আদিবাসীদের অভিযোগ, তাদের ফসল, জলের উত্স, ঘরবাড়ি সব নষ্ট করে দিচ্ছে উটের দল। তাই ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে ওই উট নিধনের কাজ।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় উট আসে ১৮৪০ সালে। ভারতে থেকে সেখানে ৬ দশক ধরে সেখানে পাঠানে হয় ২০,০০০ উট। বর্তমানে দুনিয়ার সবচেয়ে বেশি উট রয়েছে অস্ট্রেলিয়াতেই। এখন সেখানে কমপক্ষে ১০ লক্ষ উট রয়েছে বলে মনে করছে দেশের বন্যপ্রাণী দফতর।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link