Bangladesh: ফের রণক্ষেত্র বাংলাদেশ, পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনা-পুলিসের গাড়িতে আগুন!
Bangladesh unrest: বদলের বাংলাদেশ ফের উত্তাল। একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপরেই...
সেলিম রেজা ও মোহাম্মদ আলি সুমন, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার কচুক্ষেত এলাকায় বৃহস্পতিবার সকালে পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনা ও পুলিসের দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। সূত্র জানায়, একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
আরও পড়ুন- Dev | Subhashree: দীপাবলিতে সুখবর! বড়দিনে পর্দায় মুখোমুখি দেব-শুভশ্রী...
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং একটি সেনাবাহিনীর গাড়ি ও একটি পুলিস ভ্যানে আগুন লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার মিরপুর ১৪ এর কচুক্ষেত রোডে একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। পুলিস ও সেনাসদস্যরা শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে শ্রমিকরা তাদের দিকে পাথর ছুড়তে থাকে।আত্মরক্ষার্থে পুলিস লাঠিচার্জ করে। এসময় শ্রমিকরা সেনা ও পুলিসের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কঠোর অবস্থান নেয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে যান চলাচল নিয়ন্ত্রণ করে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন- Sheikh Hasina: মন্ত্রীদের মতোই যাবতীয় সুবিধা পাচ্ছেন শেখ হাসিনা, নয়া ঠিকানা দিল্লির লোধি গার্ডেন!
ঢাকার ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিস সকাল থেকেই রাস্তায় অবস্থান করছিল। পোশাক শ্রমিকরা হঠাৎ করেই পুলিস ও সেনাসদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে তারা সেনা ও পুলিসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিস ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। ঢাকার ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর গাড়ি ও পুলিস ভ্যানে আগুন লাগার খবর পেয়ে চারটি ইঞ্জিন পাঠানো হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)