দুর্গাপুরে মধ্যরাতে আচমকাই মাটির নিচে ঢুকে গেল পরপর পাঁচটি বাড়ি! ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু মহিলার
মাটির তলায় ঢুকে গেল একের পর এক পাঁচটি বাড়ি! মধ্যরাতে ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরের অণ্ডালে। ঘটনার ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে এক মহিলার।
অণ্ডালের জামবাদ বেনিয়াডি এলাকায় আচমকাই ধস নামে। তাতে এলাকার পাঁচটি বাড়ি ভেঙে মাটির নীচে ঢুকে যায়।
বিগত কয়েক বছর ধরে পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন আবাসিকরা। কিন্তু ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় এখনও হয়নি পুনর্বাসন। ফলে চরম ক্ষতির সম্মুখীন প্রায় ২০টি পরিবার। পরিত্যক্ত আবাসনে আপাতত ১৬টি পরিবার বাস করছে।
ইসিএল কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তাঁরা। এলাকায় ২৪০ টি বাড়ি রয়েছে, যতক্ষণ না পুনর্বাসনের আশ্বাস মিলছে, ততক্ষণ দেহ আটকে বিক্ষোভ দেখান তাঁরা।
যে মহিলা তলিয়ে গেছেন, তিনি ও তাঁর স্বামী শেখ মিরাজ পরিতক্ত আবাসনের পাশেই একফালি জমিতে বাড়ি বানিয়ে থাকছিলেন। গতকাল রাতের ধসে তিন সন্তান-সহ মিরাজ বেঁচে গেলেও ধসে চাপা পড়ে যান শাহনাজ বিবি।