মানালি-লেহ সফরের সময় কমবে ৪ ঘণ্টা, তৈরি হয়ে গেল দুনিয়ার দীর্ঘতম হাইওয়ে টানেল

Wed, 16 Sep 2020-1:36 pm,

এবার মানালি থেকে লেহ সফর অনেক সহজেই। তৈরি হয়ে গেল দুনিয়ার  দীর্ঘতম হাইওয়ে সুড়ঙ্গ, অটল টানেল। মাটি থেকে ১০,০০০ ফিট উচ্চতায় এই প্রায় অসম্ভবকে সম্ভব করে ফেলল ভারত। তৈরি হয়ে সময় লাগল ১০ বছর।

 

টানেলের নির্মাণের প্রধান ইঞ্জিনিয়ার কি পি পুরুষোত্তম সংবাদমাধ্যমে বলেন, মাটি থেকে ১০,০০০ ফিট উচ্চতায় এই টানেলটি দুনিয়ার সবচেয়ে দীর্ঘ হাইওয়ে টানেল। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ৬ বছরে এর নির্মাণকাজ শেষ হয়ে যাবে। কিন্তু তা শেষ করতে লাগল ১০ বছর।

পুরুষোত্তম আরও জানিয়েছেন,  টানেলের মধ্যে প্রতি ৬০ মিটার অন্তর বসানো রয়েছে সিসিটিভি। প্রতি ৫০০ মিটার অন্তর রয়েছে বেরিয়ে যাওয়ার সুড়ঙ্গ। রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। টানেলটি চওড়া সাড়ে দশ মিটার। এর মধ্যে রয়েছে দুপাশে ১ মিটার করে ফুটপাত। 

এই টানেলটি চালু হয়ে গেল মানালি থেকে লেহ-র সফরের সময়ে ৪ ঘণ্টা কমে যাবে। রাস্তা কমবে ৪৬ কিলোমিটার।

অটল টানেল প্রকল্পের  ডিরেক্টর পরীক্ষিত মেহতা সংবাদমাধ্যমে বলেন, লেহ -র সঙ্গে যোগাযোগ তৈরি করা আমাদের স্বপ্ন ছিল। তার পূরণ হল। এই কাজে চ্যালেঞ্জ ছিল অনেকটাই। রোটাং পাসে কাজ করার সময় পাওয়া যায় বছরে মাত্র ৫ মাস। সেসব কাটিয়ে শেষ হয়েছে এই টানেল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link