KL Rahul-Athiya Shetty wedding Photo: ‘তোমার আলোয় ভালোবাসতে শিখেছি’, বিয়ের পরেই রাহুলের উদ্দেশ্যে আবেগঘন বার্তা আথিয়ার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সাত পাকে বাঁধা পড়লেন তারকা ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি। সুনীল শেট্টির খান্ডালা ফার্মহাউজে পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন দুই তারকা।
বিয়ের পরেই মিডিয়ার হাতে মিষ্টি তুলে দেন অভিনেতা সুনীল শেট্টি। তবে বিয়ের ছবি পোস্ট করলেন আথিয়া নিজেই।
এদিন আথিয়া ও রাহুলের পরনে ছিল সাবেকি পোশাক। আথিয়া পরেছিলেন সাদা সুতো ও মুক্তের কাজের হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সঙ্গে মানানসই সোনার জড়োয়া সেট, কপালে ছোট্ট টিপ।
রাহুলের পরনে ছিল সাদা শেরওয়ানি ও গলায় স্টোনের পাঁচ নড়ি হার। দুজনেই পরেছিলেন বেল ফুলের বরমাল্য।
আথিয়া বিয়ের ছবি পোস্ট করে রাহুলের উদ্দেশ্যে লেখেন, ‘তোমার আলোয়, আমি ভালোবাসতে শিখেছি। আজ আমাদের ভালোবাসার মানুষদের মাঝে, বাড়িতে খুবই আনন্দ ও শান্তির মাঝে আমরা বিয়ে করলাম। আমাদের এই নতুন জার্নিতে আপনাদের আশীর্বাদ আমাদের পাথেয়।’ সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ুষ্মান খুরাণা, কার্তিক আরিয়ান, ইশা গুপ্তা, কৃতি স্যানন, রিয়া চক্রবর্তী, ভূমি পেডনেকর, বিরাট কোহলি, রাকুল প্রীত সিং, পরিণীতি চোপড়া, অনন্যা পাণ্ডে সহ আরও অনেক তারকা।