HMPV Virus in India: একের পর এক আক্রান্ত! কর্নাটকের পর চেন্নাইয়ে চিনের মারাত্মক ভাইরাসের কোপে আরও দুই শিশু
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের আক্রান্ত আরেক শিশু। একদিনেই আক্রান্ত ছয় শিশু। আট মাস, তিন মাস এবার চিনের ভাইরাসের প্রকোপের শিকার দুই মাসের শিশু। এবার চেন্নাইয়ের আরও দুই শিশু।
গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী ঋষিকেশ পাটেল তিনি জানান, 'আমি সম্পূর্ণভাবে জানিনা ভাইরাসটির সম্পর্কে। করোনার সময় যেভাবে চিকিৎসা করা হত ঠিক সেই উপায়ে এখানেও আক্রান্তদের দেখা হবে।'
গুজরাতের দুই মাসের শিশুটির সম্পূর্ণ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।
হিউম্যান মেটানিউমো ভাইরাস এর সংক্রমণ হলে সাধারণভাবে সর্দি হয়, বারবার নাক বন্ধ হয়ে যেতে পারে, প্রচুর কফ উঠতে পারে। এর পাশাপাশি গলায় ব্যথা, জ্বর, কোনও কোনও ক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। আবার অনেক ক্ষেত্রে কারও যদি ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা অ্যাজমা থাকে তাহলে তা বেড়ে যেতে পারে।
করোনার মতোই এটি ছড়ায় হাঁচি-কাশির ড্রপলেটের মাধ্যমে। কোনও রোগীর সংস্পর্শে এলে, তার সঙ্গে হাত মেলালে, হাতের মাধ্যমে মুখ বা চোখে ভাইরাস গেলে। পাঁচ বছরের কম বয়সি বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে। ৬৫ বছরের বেশি বয়সী মানুষরা। যদি এদের মধ্য়ে অন্য কোনও কো মরবিডিটি থাকে।
ইতিমধ্যেও কলকাতাতেও একটি শিশুর ধরা পড়েছে। যদিও সে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। ((Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)