টি-২০ বিশ্বকাপ শুরুর আগে ধাক্কা! ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার ভারতের
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ধাক্কা খেল ভারতীয় মহিলা দল। বিশ্বকাপের মহড়ায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরে গেল হরমনপ্রীতরা।
অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল ভারতীয় মহিলা দল। ১১ রানে ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে নিল মেগ ল্যানিং-এর অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া প্রথমে ব্য়াটিং করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে। ১৫৬ রান তাড়া করতে নেমে ১৪৪ রানেই গুটিয়ে যায় হরমনপ্রীতরা।
৩৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেও ব্লু ব্রিগেডকে জেতাতে ব্যর্থ স্মৃতি মান্ধানা। ১৫ আর ১৬ ওভারে মান্ধানা আর হরমনপ্রীত আউট হতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়।
২১ ফ্রেবুযারি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ারই মুখোমুখি হবে ভারতীয় মহিলা দল।