ভারতের জামাই হলেন গ্লেন ম্যাক্সওয়েল, বাগদান সারলেন ভারতীয় বান্ধবীর সঙ্গে
ভারতের জামাই হচ্ছেন অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন তিনি।
দীর্ঘদিনের বান্ধবী ভিনি রমনের সঙ্গে আংটি বদল হল ম্যাক্সির। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই কথা জানালেন তিনি।
ভিনি রমন ভারতীয় হলেও থাকেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। অনেকে বলেন, আইপিএলে খেলার সময়ই ভিনির সঙ্গে আলাপ হয়েছিল ম্যাক্সির।
২০১৭ সালে ভিনি ও ম্য়াক্সির সম্পর্ক জানাজানি হয় প্রথমবার। তার পর থেকে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দুজনেি কেউই।
২০১৯ সালে অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দেখা যায় দুজনকে। কনুইয়ের চোটের জন্য আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন ম্যাক্সি। ছয় থেকে আট সপ্তাহ লাগবে তাঁর পুরোপুরি সেরে উঠতে।