এবিভিপি-র মহামিছিলে ছাত্র-ছাত্রী কই? সভায় `কাকা-কাকিমা`দের ভিড়

Fri, 30 Nov 2018-10:47 pm,

অঞ্জন রায় ও মৌমিতা চক্রবর্তী: এবিভিপির মহামিছিলে ভিড় কেমন হয়, তা নিয়ে আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল। সভায় ছাত্রদের চেয়ে প্রবীণদেরই সংখ্যাধিক্য দেখা গেল। 

বাংলায় এবিভিপির তেমন সংগঠন নেই। সীমানাবর্তী হিন্দিভাষী এলাকাতেই তাদের সংগঠন। 

শুক্রবার 'কলকাতা চলো'র ডাক দিয়েছিল এবিভিপি। অনেকেরই প্রশ্ন ছিল, এবিভিপির লোক কোথায়? সেই প্রশ্নই সত্যি হল। এবিভিপির সভায় ভিড় বিজেপি নেতাদের। 

 

এবিভিপি-র সভায় মেরকেটে লোক হয়েছিল হাজার দুয়েক। তাও আবার গ্রামগঞ্জ থেকে লোক এনে। যদিও এবিভিপি-র দাবি, তাদের সভায় ২৫ হাজার লোকের ভিড় হয়েছে।   

এবিভিপি-র সভার সামনেই দেখা গেল, মধ্যবয়সীরা বিরাজমান।

এমনকি এক মহিলার পায়ে গড়াগড়ি খেল সংগঠনের পতাকা। 

বলে রাখি, এদিন এবিভিপির অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য নেতা-কর্মীদের উদ্দেশে ফরমান জারি করেছিল বিজেপি।

 

মিছিলেও দেখা গেল বিজেপি নেতানেত্রীদের। ছাত্রদের মিছিলে এর আগে দলের নেত্রানেত্রী দেখা যায়নি। সেই কাজটিই করল তারা।

এরইসঙ্গে প্রশ্ন উঠছে, মহামিছিলের বিষয়গুলি নিয়ে। নাগরিকপঞ্জি, হিন্দু শরণার্থীদের নাগরিকত্বপ্রদানের মতো দাবিগুলির সঙ্গে ছাত্রদের কী যোগ?

এনিয়ে প্রতিক্রিয়া জানতে এবিভিপি-র রাজ্য সভাপতি রমন ত্রিবেদী সঙ্গে যোগাযোগ করেছিল জি ২৪ ঘণ্টা ডিজিটাল। তবে তিনি ফোন ধরেননি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link