নীতীশের ইফতার পার্টিকে ‘দেখনদারি’ বলে খোদ অমিত শাহের কাছে ধমক খেলেন গিরিরাজ
এনডিএ শরিক জেডিইউ, এলজেপি-র ইফতার পার্টিকে ‘দেখনদারি’ বলে কটাক্ষ করেছিলেন বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিং।
গিরিরাজ সিংয়ের এই মন্তব্যে একহাত নেয় জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। তাঁর পালটা জবাব ছিল, মিডিয়া শিরোনামে থাকতে গিরিরাজ এমন মন্তব্য করে থাকেন।
সূত্রে খবর, গিরিরাজের এমন মন্তব্যকে ভাল চোখে নেননি বিজেপির নেতৃত্ব। জানা যাচ্ছে, অমিত শাহ কার্যত ধমক দিয়েছেন তাঁর এই মন্তব্যের জন্য।
শরিকদের সঙ্গে সংযত কথা বলার পরামর্শও দেওয়া হয়েছে গিরিরাজকে।
সম্প্রতি মন্ত্রী পদ পাওয়া নিয়ে বিজেপির সঙ্গে মনোমালিন্য হয় নীতীশ কুমারের। নরেন্দ্র মোদী তাঁর ক্যাবিনেটে একজন পূর্ণ মন্ত্রী অফার করেছিলেন নীতীশকে।
কিন্তু নীতীশের দাবি ছিল, দুটি মন্ত্রী পদ। পরে মোদীর অফার মেনে নিলেও কন্দোল তৈরি হয় জেডিইউ-র অন্দরে।
এর পর নীতীশ মন্ত্রী পদ নিতে অস্বীকার করেন। পাশাপাশি, মোদীর উদ্দেশে নীতীশের কটাক্ষ ছিল, এনডিএ-র এই জয় কোনও এক ব্যক্তির জন্য আসেনি।
এর পরই নীতীশ ও তাঁর মন্ত্রিসভা সম্প্রসারণ করে শরিক বিজেপির কাউকে পদে না বসিয়ে মোক্ষম জবাব দেন।