``ভগবান শ্রী রামের মন্দির নির্মাণের পক্ষে``, অযোধ্যা-রায়কে স্বাগত জানাল কংগ্রেস

Sat, 09 Nov 2019-2:03 pm,

নিজস্ব প্রতিবেদন: শতাব্দীপ্রাচীন অযোধ্যা মামলার নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিল শীর্ষ আদালত। মুসলিমদের দেওয়া হবে ৫ একর জমি। অযোধ্যার রায়কে স্বাগত জানাল কংগ্রেস।   

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন,''ভগবান শ্রী রামের মন্দির নির্মাণের পক্ষে কংগ্রেস। রায়ের ফলে মন্দির তৈরির দরজা খুলে গেল। শুধু তাই নয়, বিজেপির রাজনীতিও বন্ধ হয়ে গেল।''     

রায় নিয়ে অসন্তোষপ্রকাশ করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের আইনজীবী জাফরিয়াব জিলানি বলেন,''রায় পুনর্বিবেচনার আবেদন করব। এব্যাপারে সম্মত হয়েছে আমাদের কমিটি। কোথাও একটা ভুল হয়েছে। শরিয়তি আইনে স্পষ্ট বলা হয়েছে, মসজিদ কাউকে উপহার বা দান করা যায় না।''   

রাম মন্দির নিয়ে গোটা দেশে হিন্দুত্বের আবেগ জাগিয়ে তুলেছিল বিজেপি। নয়ের দশকে রাম রথযাত্রা করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। ফলে রাম মন্দির নিয়ে গেরুয়া শিবিরের অবস্থান শুরু থেকে স্পষ্ট। তবে রাম মন্দির নিয়ে কোনওদিনই ঝেড়ে কাশেনি কংগ্রেস।   

বলে রাখি, গুজরাটের নির্বাচনের সময় থেকে 'নরম' হিন্দুত্ব'-এর কৌশল নিয়েছেন রাহুল গান্ধী। মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন। নিজেকে পৈতেধারী হিন্দু ব্রাহ্মণ বলেও দাবি করেছেন রাহুল। যদিও তাতে লাভ হয়নি। বরং লোকসভা ভোটে ৩০৩টি আসন নিয়ে প্রত্যাবর্তন করেছে মোদী সরকার।    

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link