ঐতিহাসিক দীপাবলি উদযাপন, আলোর সাজে রাম জন্মভূমি, বহিরাগতদের প্রবেশ নিষেধ
নিজস্ব প্রতিবেদন: দিওয়ালি উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে অযোধ্যা। সেজে উঠছে গোটা শহর। বুধবার দীপোৎসবের উদযাপনের মধ্য দিয়ে শহরকে আলোকসজ্জার রোশনাইয়ে সাজানো হয়েছে।
পবিত্র শহরে রাম মন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের আদেশের পরে এই প্রথমবার জাতীয় স্তরে দীপাবলি উদযাপন হবে।
এখানে ১১ টা টেবিলে দেখানো হবে রামের জন্ম থেকে রাবনের শেষ অধ্যায়।
আগামী তিন দিনের জন্য যে উৎসব চলবে, তাতে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত থাকবেন।
কোভিড -১৯ প্রোটোকলের কারণে অযোধ্যা নগরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।