EXPLAINED | Azerbaijan Plane Crash Updates: ভয়ংকর বিমান-দুর্ঘটনায় মৃত্যু ৩৮! মৃত্যুকে সামনে থেকে দেখে জীবনে ফিরলেন ৩২...

Soumitra Sen Thu, 26 Dec 2024-12:52 pm,

আজারবাইজান এয়ারলাইন্সের (Azerbaijan Airlines) এই বিমানটি বুধবার সকালে যাত্রীদের নিয়ে আজারবাইজান থেকে বিমানটি রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছিল। তবে মাঝপথে বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন পাইলটেরা। অনুমতিও মেলে। অনুমতি মেলার পরে অকতাউ বিমানবন্দরে অবতরণ করতে শুরু করে এটি। আর তখনই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছিল, বিমানটি অত্যন্ত দ্রুত গতিতে এসে রানওয়েতে আছড়ে পড়ল। আর প্রায় সঙ্গে সঙ্গেই আগুন লেগে গিয়েছিল বিমানটিতে। 

গতকাল দুর্ঘটনার (Azerbaijan Plane Crash) পরে, সব চেয়ে বড় প্রশ্ন ছিল, ঠিক কত জন মারা গেলেন, কতজন বাঁচলেন!

বুধবার অনেকটা রাতের দিকে ছবিটা স্পষ্ট হয়। জানা যায় ৩৮ জনের মৃত্যু ঘটেছে। আর এই দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফেরেন মোট ৩২ জন। 

কিন্তু এমন ভয়ংকর দুর্ঘটনাটি কীভাবে ঘটল? 

জানা গিয়েছে, মাঝ-আকাশে পাখির সঙ্গে ধাক্কায় একটা ইমার্জেন্সি সিচুয়েশন (emergency situation) তৈরি হয়ে গিয়েছিল। রাশিয়ার এভিয়েশন ওয়াচডগ (Russia’s aviation watchdog) বিষয়টি নিশ্চিত করেছে।

পাখির সঙ্গে ধাক্কা লাগতেই নিজের রুট থেকে চ্যুত হয় বিমানটি। এদিকে কুয়াশার ঘন পরত ছিল। প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। আকাতাউ বিমানবন্দরের উপরেই এটি চক্কর খাচ্ছিল। কিন্তু নামতে পারেনি। নামার সময়েই এই দুর্ঘটনাটি ঘটে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link