শাবানা থেকে স্বরা, JNU-তে হামলার তীব্র নিন্দায় বলিউড সেলেবরা
JNU-এর ক্যাম্পাসে ছাত্রছাত্রী ও পড়ুয়াদের উপর হামলার প্রতিবাদে এবার সরব হলেন বলিউডের একাধিক সেলেব। তপসি পান্নু থেকে শুরু করে শাবানা আজমি কিংবা রিতেশ দেশমুখ, JNU-এ হামলার প্রতিবাদে মুখ খুলতে শুরু করেন বি টাউনের সেলেবরা। নিজেদের সোশ্য়াল হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিতে শুরু করেন তাঁরা। তপসি পান্নু বলেন, JNU-তে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। ভবিষ্যতে আমরা কোন দিকে এগোচ্ছি বলেও প্রশ্ন তোলেন পিঙ্ক-অভিনেত্রী।
JNU-এর ঘটনার তীব্র নিন্দা করেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেন, যে ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে এবার সরব হওয়ার সময় এসেছে। এই ঘটনার শুধুমাত্র নিন্দা করে ক্ষান্ত থাকলে হবে না, পুলিস যাতে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়, সে বিষয়ে ততপর হতে হবে বলেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে সরব হন শাবানা
JNU-এ হামলার পর নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন দিয়া মির্জা। তিনি বলেন, আর কতদিন আমরা এভাবে চুপ করে বসে থেকে অন্যায় সহ্য করব? কতদিন আমরা অন্ধের মতো ব্যবহার করব বলেও প্রশ্ন তোলেন দিয়া
JNU-তে হামলার পর সরব হন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি অভিযোগ করেন, এবিভিপির গুন্ডাদের হাতে আক্রান্ত হয়েছেন ঐশী ঘোষ। যেখানে এই ঘটনা ঘটে, তার থেকে বসন্তকুঞ্জ থানার দূরত্ব মাত্র ১ কিলোমিটার। দিল্লি পুলিস কীভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ধরনের হামলার ঘটনা ঘটতে দিল বলে প্রশ্ন তোলেন বলিউড অভিনেত্রী
বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখও JNU-তে হামলার তীব্র নিন্দা করেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে জেনেলিয়া বলেন, মুখ ঢেকে গুন্ডারা যেভাবে হামলা চালিয়েছে, তা দেখে ভয় পেয়ে গিয়েছি। অপরাধীদের চিহ্নিত করে, দ্রুত শাস্তির ব্যবস্থা করুন বলে পুলিসের কাছে আর্জি জানান জেনেলিয়া
মুখ ঢেকে কেন হামলা চালানো হল? ভুল কিছু হচ্ছে, এই আশঙ্কা থেকেই কি তোমরা মুখ ঢেকে আক্রমণের রাস্তা বেছে নিলে? JNU ক্যাম্পাসে ঢুকে যেভাবে পড়ুয়া এবং শিক্ষকদের উপর হামলা চালানো হয়েছে, তা অত্যন্ত লজ্জার বিষয়। এভাবেই JNU-এ পড়ুয়া এবং শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা করেন রিতেশ দেশমুখ