Baba Vanga Predictions | End of the World: এবার শেষ হয়ে যাবে মানবসভ্যতা! এই বছরেই জেনে নিন, বাবা ভাঙ্গা কী বলেছেন মানুষের ধ্বংস নিয়ে...

Soumitra Sen Wed, 18 Dec 2024-8:27 pm,

আসন্ন ২০২৫ সালে ইউরোপে তৈরি হবে বিপুল সংঘাতের আবহ। লাগবে গ্লোবাল ওয়ার।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভয়ানক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে।

এই ২০২৫ সালেই ঘটবে আর এক বিরল ঘটনা। এই সময়েই এলিয়েনের সঙ্গে দেখা হবে পৃথিবীবাসীর।

২০২৫ সালে সিরিয়া নিয়ে যা হবে, তা ইতিমধ্যেই মিলে গিয়েছে। চরম বিপর্যয় চলছে সিরিয়ায়।

এসব ছাড়াও তাঁর অতি বিশেষ দুটি পূর্বাভাস প্রায় কিংবদন্তির পর্যায়ে চলে গিয়েছে। একটি হল, আগামী ২০৪৩ সালের মধ্যে ইউরোপ মুসলিম শাসনের আওতায় চলে যাবে। এর জেরে বিশ্বের ভূ-রাজনীতি ও সংস্কৃতিতে আসবে বিশাল বদল। দ্বিতীয়টি আরও সাংঘাতিক! আগামী ২০৭৬ সালে কমিউনিজম তার সর্বশক্তি নিয়ে আবির্ভূত হবে। এবং বিশ্বের রাজনীতি ও রাজনৈতিক দর্শনকে বিপুল ভাবে প্রভাবিত করবে।

আর ৫০৭৯ সালে? বাবা ভাঙ্গা বলে গিয়েছেন এই সময়েই শেষ হবে মানবসভ্যতার জার্নি। শেষ হয়ে যাবে এই সভ্যতা। মানুষ মুছে যাবে পৃথিবী থেকে। কেন ধ্বংস হয়ে যাবে মানুষের এই সভ্যতা? গ্রহাণু আছড়ে পড়ে বা কোনও বড় আকারের প্রাকৃতিক দুর্যোগ ঘটে বা টেকনোলজিক্যাল কোনো কোলাপ্সের জেরে মুছে যাবে মানব প্রজাতি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link