Baba Vanga`s Predictions: বুক-কাঁপানো বাবা ভাঙ্গা! ভাইরাসে ছয়লাপ হবে বিশ্ব, মানুষ হয়ে যাবে রোবট, পৃথিবীকে গিলে খাবে মারাত্মক খরা...

Sat, 21 Dec 2024-2:23 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুলগেরিয়ান রহস্যবাদী এবং নিরাময়কারী বাবা ভাঙ্গা তার ভবিষ্যদ্বাণীর জন্য সুপরিচিত। ১৯১১ সালে ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা দিমিত্রোভা হিসাবে জন্মগ্রহণ করেন, ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার জন্য কথিত ক্ষমতা বিতর্ক ও বিস্ময় তৈরি করেছে। 

৯/১১-র হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয় থেকে ব্রেক্সিট, কত কিছু সম্পর্কে যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণীতে জানিয়েছেন, বিশ্বব্যাপী সর্বনাশের দিকে এগিয়ে যাবে পৃথিবী।  তাঁর মতে ৫০৭৯ সালের মধ্যে মানবতা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে।

২০৪৩ সালের মধ্যে পুরো ইউরোপ শাসন করবে মুসলিমরা। ২০৭৬ সালের মধ্যে কমিউনিজম বিশ্ব জুড়ে প্রত্যাবর্তন করবে। বাবা ভাঙ্গা সতর্ক করে দিয়েছিলেন যে ২০২৫ সালে পরপর বিপর্যয়মূলক ঘটনা ঘটবে। 

গবেষণাগারে কৃত্রিম অঙ্গের বিকাশ হবে। বাড়বে সিন্থেথিক অরগ্য়ানের ব্যবহার। বিজ্ঞানের বিকাশই স্বাস্থ্যসেবাকে রূপান্তরিত করবে।

দ্রুত বার্ধক্য ঘটায় এমন ভাইরাসে পৃথিবী ছেয়ে যাবে ২০৮৮ সালে। মার্কিন যুক্তরাষ্ট্র একটি "পরিবেশ ধ্বংসকারী" অস্ত্র আবিষ্কার করবে।সামাজিক বর্ণ ব্যবস্থার পতন হবে। প্রকৃতি নিজেকে পুনরুজ্জীবিত করতে শুরু করবে। 

২১০০ সালে একটি কৃত্রিম সূর্য পৃথিবীর অন্ধকার দিককে উত্তপ্ত করে। মানুষ ক্রমশ রোবোটিক হয়ে উঠবে। ছোট দেশগুলি ক্রমাগত যুদ্ধে লিপ্ত হবে। হাঙ্গেরি গভীর মহাকাশ থেকে সংকেত পাবে।   

প্রাণীরা বিবর্তিত হয়ে মানুষের মতো হয়ে উঠবে। একটি নতুন ধর্ম বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করবে। ২১৭০-এ পৃথিবী শুষ্ক ও মরুভূমি হয়ে যাবে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত সফলভাবে দমন করা হবে। 

আন্ডার ওয়াটার নতুন কমিউনিটি তৈরি হবে। ইউরোপীয় এবং এশীয় একত্রিত হয়ে একটি ইউরো-এশীয় জাতি গঠন করা হবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link