যাদবপুরকাণ্ডে বিদেশে চিকিত্‍সা বাবুলের, কলকাতায় ফ্রিতে হয়, কটাক্ষে মুছলেন পোস্ট

Thu, 10 Oct 2019-6:22 pm,

নিজস্ব প্রতিবেদন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার জেরে অসুস্থ হয়েছেন। চিকিত্সার জন্য গিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হাসপাতালে। ফেসবুকে এমনটাই দাবি করছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের তুমুল সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলেন বিজেপি সাংসদ। 

 

গত ৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-র নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন বাবুল সুপ্রিয়। তাঁকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পরে রাজ্যপাল গিয়ে বাবুলকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে আনেন। 

ওই ঘটনার মাসখানেক পর ফেসবুকে বাবুল পোস্টে দাবি করেন, লস অ্যাঞ্জেলসের ইউনিভার্সিটি অব আরভিনের একাধিক পরীক্ষা হয়েছে। সদ্য এমআরআই করিয়েছি। স্নায়ু বিশেষজ্ঞরা দেখে বলবেন কী হয়েছে। বাম চোখ থেকে মাথার ভিতর পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। এর ফলে প্রচণ্ড মাথাব্যাথা করছে প্রতিদিন। বাংলার তথাকথিত আধুনিক পড়ুয়াদের জন্য এমনটা হয়েছে। পাথর ছোড়া, রড দিয়ে মারধর করা হয়েছিল। আমাকে লক্ষ্য করে ঘুষি মেরেছে নকশাল ও এসএফআই সদস্যরা। 

তবে চিকিত্সার জন্য সরকারি কোষাগার থেকে খরচ নিচ্ছেন না বলেও জানান বাবুল সুপ্রিয়। 

বাবুলের পোস্টটি দেখার পরই উড়ে আসে সমালোচনা। নেটিজেনরা মন্তব্য করেন, ভারতে কী ভালো হাসপাতাল নেই যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিত্সা করাচ্ছেন। কেউ আবার লিখেছেন, কেন্দ্রীয়মন্ত্রী হয়ে আপনার দেশের ডাক্তারদের উপরে ভরসা নেই? 

কারও মন্তব্য, বাংলায় সব সরকারি হাসপাতালে বিনামূল্যে এমআরআই করা হয়, আপনি চলে আসুন। কেউ লিখেছেন, আচ্ছা, নরেন্দ্র মোদীর সরকার ৫ বছরে একটা ভালো হাসপাতাল তৈরি করতে পারল না? 

সমালোচনার মুখে পোস্টটি মুছে দিতে বাধ্য হন বাবুল সুপ্রিয়। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link