ব্যবসার সঙ্গে যুক্ত, জেইউ-র ছাত্রীদের নিয়ে দিলীপের মন্তব্যে কী ব্যাখ্যা বাবুলের?
নিজস্ব প্রতিবেদন: বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে যাদবপুরের ছাত্রীদের নিগ্রহ ও কটূক্তির অভিযোগ উঠেছে। আর তা নিয়ে পাল্টা আক্রমণে গিয়ে সংযম হারিয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু রাজ্য সভাপতিকে আড়াল করার চেষ্টা করেও বক্তব্যের সঙ্গে তাঁর অসম্মতি স্পষ্ট করে দিয়েছেন আসানসোলের বিজেপি সাংসদ।
গতকাল সাংবাদিক বৈঠকে যাদবপুরের ছাত্রীদের উদ্দেশে দিলীপ ঘোষ বলেছিলেন,''বাবুলের চরিত্র আমরা জানি। কিন্তু ওঁরা কোনও ব্যবসার সঙ্গে যুক্ত কিনা জানতে চাইছি।'' দিলীপের এহেন মন্তব্যের পর উঠেছে সমালোচনার ঝড়।
রাজ্য সভাপতির মন্তব্যের সরাসরি বিরোধিতা করেননি বাবুল সুপ্রিয়। তবে ওই মন্তব্য যে সমর্থন করছেন না তাও বুঝিয়ে দিয়েছেন গায়ক।
দিলীপ ঘোষের মন্তব্য কি সমর্থন করছেন? জি ২৪ ঘণ্টার প্রতিবেদকের প্রশ্নে খানিকটা থমকালেন বাবুল। যুক্তি দিলেন, মাথা গরম থাকায় বলে ফেলেছেন দিলীপ।
বাবুল বলেন,''মন্তব্যটা মুখ ফসকে বলে ফেলেছেন। হিট অব দ্য মোমেন্টে ওনার মুখ থেকে বেরিয়ে গিয়েছে। উনি সেটা বলতে চাননি। আলাদা করে শুনলে অন্যরকমভাবে বলা যেত।''