উত্তর কোরিয়ায় চিকিত্সক দল পাঠালো চিন, আশঙ্কাজনক কিম জং !
সত্যিই কি আশঙ্কাজনক উত্তর কোরিয়ায় নেতা কিম জং উন! দু’সপ্তাহ আগে কিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর সেখানে চিকিত্সক দল পাঠাল বেইজিং। আর তাতেই জল্পনা আরও তেজি হচ্ছে। তাহলে কি সত্যিই আশঙ্কাজনক কিম!
বেশকিছু দিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন কিম। অনেকটা মোটাও হয়ে গিয়েছেন। দু্সপ্তাহ আগে তাঁর হার্টে অপারেশন হয়। তার পরেই দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রে লেখা হয়, অত্যন্ত আশঙ্কাজনক কিম। বৃহস্পততিবারই পিয়ংইয়ং-এ একটি চিনা চিকিত্সক দল গিয়েছে। ফলে জল্পনা জোরালো হচ্ছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ায় একটি ওয়েবসাইটের খবর, অস্ত্রোপচারের পর সেরে উঠছেন কিম। পাশাপাশি সে দেশে কোনও অস্বাভাবিক পরিস্থিতি লক্ষ করা যাচ্ছে না।
প্রেসিডেন্ট ট্রাম্পও কিমের অসুস্থতার খবর উড়িয়ে দিয়েছেন।
উত্তর কোরিয়া এমন এক দেশ যেখানে রাষ্ট্রনায়কের স্বাস্থ্য সম্পর্কিত খবরাখবরও জাতীয় নিরাপত্তার মধ্যে পড়ে। রয়টার্সও এখনও কিমের সম্পর্কে কিছুই বলতে পারছে না। ফলে কোনও খবরই এখনও নির্ভরযোগ্য বলে মনে করা যাচ্ছে না।