Baisakhi Banerjee | Sovan Chatterjee: পদবী পরিবর্তন! `দুষ্টু` শোভনেই মুক্ত মহুল, তুষ্ট বৈশাখী...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কন্যাদিবসেই মুক্তির স্বাদ পেল বৈশাখী কন্যা মহুল। আর মহুলকে সেই মুক্তির স্বাদ দিলেন তার 'দুষ্টু'। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে একথা জানিয়েছেন বৈশাখী নিজেই।
এখন থেকে মহুলের পরিচয় বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের মেয়ে হিসেবে শুধুই রিলিনা বন্দ্যোপাধ্যায়, রিলিনা বন্দ্যোপাধ্য়ায় মণ্ডল নয়। মহুলের নামের সঙ্গে আর জুড়ে থাকছে না তার বায়োলজিক্যাল বাবা মনোজিৎ মণ্ডলের 'মণ্ডল' পদবী।
বৈশাখী জানিয়েছেন, তার পদবী পরিবর্তনের জন্য ২ বছর আগে শোভন চট্টোপাধ্য়ায়ের কাছে অনুরোধ করেছিল মহুল। এই কন্যাদিবসে মহুলের হাতে তার নতুন পরিচয়ের সার্টিফিকেট তুলে দেন শোভন।
এজন্য 'মহুলের দুষ্টু' শোভন চট্টোপাধ্য়ায়কে ধন্যবাদ জানিয়েছেন বৈশাখী। লিখেছেন, শোভন কীভাবে মহুলের জীবনে জড়িয়ে আছেন, সেকথা।
বৈশাখী জানিয়েছেন যে মহুল শুধুমাত্র তাঁর মেয়ে হলেও, শোভন চট্টোপাধ্যায় মহুলের কাছে বাবার চেয়ে কিছু কম নয়, বরং অনেকটা।
একজন আশ্রয়দাতার মত বিভিন্ন সময়ে মহুলের মনের দগদগে ক্ষততে স্নেহের প্রলেপ দিয়েছেন শোভন। মহুলের একজন একনিষ্ঠ সমর্থকও শোভন।
বৈশাখী আরও লিখেছেন, ২০১২-র ১ নভেম্বর মহুলের জন্মের পর থেকেই তাঁর কাছে প্রতিটা দিন ডটার্স ডে। মেয়ে-ই তাঁর জীবনের ধ্রুবতারা।
অনেক কঠিন পরিস্থিতিতেও মহুল তাঁর বেঁচে থাকার একমাত্র কারণ, তিনি মহুলের গর্বিত মা বলেও লিখেছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়।
পাশাপাশি, তাঁর বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত যা হয়তো মহুলের জীবন কঠিন করে তুলেছিল, তার জন্য মেয়ের কাছে 'সরি'ও বলেছেন বৈশাখী।
ভবিষ্যৎ জীবনে একজন যোদ্ধা হয়ে ওঠার জন্য মহুলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মেয়েকে।