জমানার সঙ্গে খাপ খাইয়ে নতুন রূপে ফিরছে বজাজের স্কুটার
'হামারা বজাজ'- আটের দশকে বাজারে এসে তামাম ভারতীয়র মন জয় করে নিয়েছিল স্কুটার। তখন স্কুটারে হাত পোক্ত করা শুরু করেছিল ভারতবাসী। ধীরে ধীরে বজাজ স্কুটারকে গ্রাস করল পালসার। উত্পাদন বন্ধ করল সংস্থা।
জমানা বদলে গিয়েছে। স্কুটারের জায়গা নিয়ে স্কুটি। কিন্তু বজাজ স্কুটার উত্পাদন করে না। সেই বাজারেই ফিরতে চলেছে সংস্থা।
নিজের ব্র্যান্ডে আর স্কুটার তৈরি করবে না সংস্থা। Urbanite ব্র্যান্ডে তৈরি হচ্ছে তাদের স্কুটার। জমানা বদলেছে, তাই পেট্রোল, ইলেকট্রিকের স্কুটার আনছে বজাজ।
রাজীব বজাজ জানিয়েছেন. আরবানাইট ব্র্যান্ডের অধীনে শীঘ্রই শুরু হবে স্কুটার উত্পাদন। এনিয়ে এখনও কাজ চলছে সংস্থার।
মার্কিন সংস্থা টেসলার মতোই আরবানাইট-কে ইলেকট্রিক গাড়ির ব্র্যান্ডে পরিণত করতে চাইছে বজাজ। ইতিমধ্যেই ভারতীয় বাজারে আসতে শুরু করে দিয়েছে ইলেকট্রিক স্কুটার।