Abhishek Banerjee: ভোট পড়ার আগেই লুঠ ব্যালট বক্স! অভিষেক বেরিয়ে যেতেই ধুন্ধুমার সিতাইয়ে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধুন্ধুমার সিতাইয়ে। কাড়াকাড়ি ব্যালট পেপার নিয়ে। ভাঙচুর ব্যালট বক্স। অভিষেক বেরিয়ে লুঠ হয়ে গেল ব্যালট বক্স।
ব্যালটে হবে পঞ্চায়েতের প্রার্থী বাছাই। পঞ্চায়েতের প্রার্থী বাছবেন আপনারাই। আশ্বাস দিয়েছিলেন অভিষেক। প্রার্থী হওয়ার দৌড়ে সেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল!
ব্যালট পেপার নিয়ে হাতাহাতি বেঁধে গেল। ব্যালট পেপার হাত থেকে ছিঁড়ে নিতেও দেখা গেল কাউকে কাউকে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায় জনসভা করে বেরিয়ে যাওয়ার পরই সিতাইয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল।
কর্মীরা জানাচ্ছেন, বেশ কিছু ভোট পড়েছিল। কিন্তু তারপরই এমন পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় ব্যালট বক্স লুঠ হয়ে গিয়েছে।
মতামতের ব্যালট বক্স ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় আগামিকাল মঙ্গলবার সিতাইয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ফের নতুন করে ভোট নেওয়া হবে বলেখবর তৃণমূল সূত্রে।
দলের তরফে বক্তব্য, ব্যালটে মতদান নিয়ে কিছু জন অতি উৎসাহী হয়ে পড়েছিল। যারফলে মঞ্চে বিপুল সংখ্যায় ভিড় উঠে যায়। নিয়ন্ত্রণহীন ভিড়ের কারণেই বিশৃঙ্খলা তৈরি হয়।
তৃণমূলে নিজেদের মধ্যে ভোটাভুটিতেও ব্যালট বক্স ভাঙচুর! সিতাইয়ের পর সাহেবগঞ্জেও ব্য়ালট ছিনতাই বলে শোনা যাচ্ছে। যে ব্যালট নিয়ে এত হুলুস্থুলু কাণ্ড! কেমন দেখতে সেই ব্যালট পেপার?