Durga Puja 2023: হোমস্টে`র জানলা খুললেই বরফমোড়া পাহাড় চান? পুজোয় চলুন ফুলরঙিন এই ঠিকানায়...

Soumitra Sen Wed, 11 Oct 2023-4:35 pm,

এ কোনও হাটবাজার নয়। এ হল বাঁশের তৈরি বাড়ি-- বাঁশবাড়ি। পর্যটকদের রাত কাটাবার জন্য সুন্দর এক হোম স্টে। 

হোম স্টে'র চারদিকে গ্রাম্য সবুজ পরিবেশ। মধ্যে উঁকি মারছে উঁচু উঁচু ঘর। ঘরগুলির জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা! ঘুম থেকে উঠেই দেখা মিলবে একঝাঁক রঙরঙিন পাখির। 

বাঁশ দিয়েই তৈরি হয়েছে গোটা হোম স্টে। যেসব আসবাবপত্র এখানে রয়েছে সেসবই বাঁশের। মূলত উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির বাঁশকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে।

চা থেকে শুরু করে ডিনার-- সব খাবারই গ্রাম থেকে তুলে আনা শাকসবজি, পুকুরের মাছ, ঢেঁকিছাঁটা চাল দিয়ে তৈরি। কাঠের উনুনে তৈরি খাবার কাছে পৌঁছে যাবে পর্যটকের হাতে। 

তবে যদি কোনও পর্যটক নিজের হাতে খাবার তৈরি করে নিতে চান, থাকছে সেই ব্যবস্থাও। 

সুন্দর এই বাঁশবাড়িতে কী ভাবে যাবেন? এই হোম স্টেতে আসতে হলে আপনাকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে তারপর প্রায় ৭৫ কিলোমিটার সড়কে। 

আর ট্রেনে এলে নিউ জলপাইগুড়ি স্টেশন নেমে সেখান থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ময়নাগুড়ি স্টেশনে এসে, সেখান থেকে মাত্র ৫ কিলোমিটার। কেউ যদি জলপাইগুড়ি রোড স্টেশন আসতে চান, তাহলে সেখান থেকেও যাওয়া যাবে। প্রায় ২০ কিলোমিটার দূরে। 

পুজোয় জলপাইগুড়িতে পর্যটকদের ঘুরতে আসা প্রসঙ্গে জেলাশাসক শ্যামা পারভিন জানান, বন দফতর এবং চা-বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা প্রশাসন পর্যটকদের জঙ্গলভ্রমণের পাশাপাশি চা-বাগান এবং জেলার বিভিন্ন ধর্মীয়স্থানেও ঘোরানোর ব্যবস্থা করবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link