জলপথে জুড়ছে দুই দেশ, সেপ্টেম্বর থেকেই ভারত-বাংলাদেশ নৌ-চলাচল শুরু

Thu, 27 Aug 2020-7:06 pm,

প্রথমবার বাংলাদেশের সঙ্গে নৌপথে যুক্ত হচ্ছে ত্রিপুরা। বাংলাদেশের দাউদকান্দি ও ত্রিপুরার সোনামুড়ার মধ্যে অভ্যন্তরীণ নৌচলাচল শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। সোনামুড়া থেকে সড়কপথে আগরতলায় যাবে বাংলাদেশ থেকে আসা পণ্য। 

ত্রিপুরার মু্খ্যমন্ত্রী বিপ্লব দেব দুই দেশের মধ্যে এই নৌচলাচলের কথা ফেসবুক পোস্ট করে জানিয়েছেন। ৫০ টন পণ্য বহনকারী ছোট জাহাজ এই পথে চলবে। 

দাউদকান্দি থেকে সোনামুড়ার দূরত্ব ৯৩ কিলোমিটার। তবে এই পথে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট সুবিধা পাওয়া যাবে না। মূলত সরাসরি পণ্য আমদানি-রপ্তানির রুট হবে এটি।

মোট ৯৩ কিমি পথের ৮৯.৫ কিমি পড়েছে বাংলাদেশের অংশে। গোমতী নদীপথে ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া থেকে বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে। 

গোমত নদীতে সারা বছরই জল থাকে। ফলে বছরের যে কোনও সময় পণ্য আনা-নেওয়া করা যাবে বলে মনে করা হচ্ছে। দাউদকান্দি থেকে জলপথে মুরাদনগর, দেবীদ্বার, ব্রাহ্মণপাড়া, বুড়িচং, কুমিল্লা সদর ও বিবিরবাজার হয়ে সোনামুড়ায় পণ্য আসবে। তার পর সড়কপথে সেই পণ্য চলে যাবে আগরতলায়।  

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link