করোনায় আক্রান্ত বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ।
বাংলাদেশের নড়াইল-২ এলাকার সাংসদ মাশরাফি। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে জ্বরে ভূুগছিলেন তিনি। তাই করোনা টেস্ট করান।
শনিবার রিপোর্টে জানা যায় মাসরাফির শরীরে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব রয়েছে। তবে তিনি এখন ভাল আছেন। সেলফ আইসোলেশনে রয়েছেন তিনি।
১৫ জুন মাশরাফির শাশুড়ি হোসনেয়ারা সিরাজ করোনা টেস্টে পজিটিভ হয়েছিলেন বলে জানা গিয়েছে।
১৮ জুন করোনা টেস্টের জন্য মাশরাফির নমুনা সংগ্রহ করা হয়েছিল। বাংলাদেশের একদিনের দলের অধিনায়ক তামিম ইকবালের দাদা নাফিস ইকবালও করোনায় আক্রান্ত হয়েছেন।