জলপাইগুড়ি থেকে ঢাকা, নতুন ট্রেনের ভাড়া নির্ধারণ করল বাংলাদেশ

Mon, 08 Mar 2021-4:42 pm,

নিজস্ব প্রতিবেদন: ঢাকা থেকে চিলাহাটি, হলদিবাড় হয়ে পশ্চিমবঙ্গে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ট্রেন। বাংলাদেশের রেলমন্ত্রী মহম্মদ নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রী এই রেলপথ উদ্বোধন করবেন।

ইতিমধ্যে ধার্য করা হয়েছে ভাড়া। ঢাকা থেকে জলপাইগুড়ি যেতে ট্রেনের ভাড়া ২২০০ টাকা। এর সঙ্গে যোগ হবে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স। অর্থাৎ মোট খরচ হবে ২৭০০ টাকা। 

চিলাহাটি থেকে ভাড়া ৭০০ টাকা। এক্ষেত্রেও ট্রাভেল ট্যাকস ৫০০ টাকা। 

২৬ মার্চ হলদিবাড়ি  থেকে চিলাহাটি রেলপথ উদ্বোধন করা হবে। 

প্রসঙ্গত, ২০১১ সালে ৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাংলাদেশ সফরের সময়ে এই রেলপথ খোলার সিদ্ধান্ত হয়েছিল। মনমোহনের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা। তখন রেলমন্ত্রী ছিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link