ভারতের কাছে বারবার দুরমুশ! ফাইনালের আগে বাংলাদেশ বলছে, ইনশাল্লাহ! এবার পারব

Fri, 07 Feb 2020-2:23 pm,

কোয়ার্টার ফাইনাল বা সেমি ফাইনাল থেকে বাড়ি। তার উপর ভারতের কাছে একাধিক মঞ্চে বারবার হার। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের হৃদয় ভেঙেছে অনেকবার। কিন্তু এখন তাঁদের সুসময়। 

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এবার তারা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় দলের সামনে। সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় বলছেন, ইনশাল্লাহ! এবার ভাল কিছু হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ চলতি বিশ্বকাপে এখনও একটিও ম্যাচ হারেনি। টানা নম্যাচ জিতেছে আকবর আলির দল। ফাইনালের আগে তাই তারা আত্মবিশ্বাসে ডগমগ করছে। 

ভারতীয় দলও চলতি বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি। এমনকী ভারতের এই দলটা গত ১৮ ম্যাচের মধ্যে মাত্র তিনটে ম্যাচে হেরেছে। ফাইনাল যে বাংলাদেশের জন্য সহজ হবে না সেটা বলাই যায়। 

আর আগে কখনও বিশ্বকাপের ফাইনালে ওঠেনি বাংলাদেশ। এই প্রথম। তাই উত্তেজনায় ফুটছেন দলের ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা। বাংলাদেশ শিবির বলছে, ভারতের বিরুদ্ধে আলাদা কোনও পরিকল্পনা নেই। তারা স্বাভাবিক খেলাটাই খেলতে চান।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link