Sheikh Hasina: এবার হাসিনাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ! এতদিনে ভারতকে কী বলতে চলেছেন ইউনূস?

Soumitra Sen Mon, 18 Nov 2024-2:02 pm,

হাসিনাকে বাংলাদেশে ফেরাতে এবার মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সেকথাই স্পষ্ট করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হবে বলে জানান তিনি। রবিবার জাতির উদ্দেশে ভাষণে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সব অপকর্মের বিচার এবার করা হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত জুলাই মাসের শুরু থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। সেই আন্দোলনের জেরে গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিনই বাংলাদেশও ছাড়েন তিনি। এসে পৌঁছন ভারতে।

বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে গত ৮ অগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। প্রধান উপদেষ্টা হন মুহাম্মদ ইউনূস। এদিন ইউনূস বলেন, দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে। 

আর তার পরেই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হন ইউনূস। তিনি জানান, গত ১৫ বছরে বহু জনকে গুম করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এতে যারা জড়িত, তারা কোনওভাবেই ছাড় পাবে না।

হাসিনা দেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। জুলাই-অগস্টে বাংলাদেশে সংঘর্ষে মৃত্যুর কথা উল্লেখ করে ইউনূস। তিনি বলেন, জুলাই-অগস্ট হত্যাকাণ্ডের বিচারের কাজ ভালই এগেচ্ছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link