Weather Cyclone Update: আছড়ে পড়বেই ঘূর্ণিঝড়! উত্সবের মরশুম কি পণ্ড? বড় আপডেট উপকূলের বাংলায়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৌসুমি বায়ু অনেকটা সক্রিয় হয়ে ওঠায় উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর চলমান মেঘপুঞ্জ তৈরি হয়েছে।
ফলে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোয় ঝোড়ো হাওয়া বইবে বলেই সতর্কতা।
সে কারণেই বাংলাদেশের চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া দফতর।
সেই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এর আগেও বাংলাদেশের আট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া দফতর।