নতুন আশ্রয় খুঁজে নিলেন পরীমণি, কেমন তাঁর সেই নতুন ঠিকানা?
২৬ দিন জেলে থাকার পর এখন তিনি জামিনে মুক্ত। ধীরে ধীরে ছন্দে ফিরেছেন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমণি। এবার নিজের জীবনে বড় একটা পরিবর্তন আনলেন অভিনেত্রী।
সম্প্রতি, ফেসবুকে একপ্রকার 'লাল পরী' হয়ে ছবি পোস্ট করেছেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী। লাল ফ্রকের সঙ্গে মিলিয়ে লাল জুতোতে দেখা গেছে 'পরী' কে। তাঁর লম্বা চুল দুদিকে বাঁধা। হাসিখুশি চেহারায় ধরা দিয়েছেন অভিনেত্রী।
'My Sweet Home' অ্যালবামে ছবিগুলি পোস্ট করে পরীমণির ক্যাপশান 'love the life you live. live the life you love……' অর্থাৎ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'যে জীবন যাপন করছো, তাকে ভালোবাসো'। সঙ্গীতশিল্পী তথা গীতিকার বব মার্লের গানের লাইন এটি।
প্রসঙ্গত, জেল থেকে ফেরার পর পরীমণিকে বাড়ি ছাড়তে বলেন বাড়িওয়ালা। সেসময় অসহায় পরীমণির প্রশ্ন ছিল 'এখন আমি কোথায় যাব?' সেসময় বাংলাদেশের বনানীর একটি ফ্ল্যাটে থাকতেন পরীমণি।
তবে অবশেষে নতুন ঠিকানা খুঁজেই নিয়েছেন অভিনেত্রী। যত্ন করে সাজিয়েছেন নিজের নতুন ফ্ল্যাট। সেই ছবিই অনুরাগীদের জন্য ফেসবুকে পোস্ট করেছেন পরীমণি।
পরীমণির যত্ন করে সাজানো ফ্ল্যাট বেশ পছন্দ হয়েছে তাঁর অনুরাগীদের। অনেকেই তাঁর রুচিবোধের প্রশংসায় পঞ্চমুখ।