Bangladeshi Actress: পদ্মাপারের এই নায়িকা প্রেমে পড়েন না, প্রেম তাঁর উপর পড়ে...

Tue, 10 Dec 2024-10:14 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সারা বছরই প্রায় ব্যক্তিগত জীবন থেকে নানা দিক নিয়ে চর্চায় থাকেন তিনি। কখনও বিয়ে, কখনও ডিভোর্স, কখনও আবার সংবাদকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।   

 

কিছুদিন আগেই অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে লিখেছিলেন যে, তিনি আবার প্রেমে পড়েছে। 

এবার ফের তিনি তাঁর লাভ লাইফ নিয়ে মুখ খুললেন। অভিনেত্রী বলেন, 'আমি প্রেমে পড়ি না, প্রেম আমার উপর পড়ে। আমি সময় বুঝি না। প্রেম আমার উপর পড়লে আমি একেবারে পিষে যাই।' সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি এসব কথা বলেন। 

পরীমণির প্রেম-বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এক্ষেত্রে কি পরীমণির ব্যক্তি জীবনের উপর তাদের হস্তক্ষেপ ছিল- সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন, 'এই বিষয়টা বলা খুব মুশকিল। এখন মানুষের জীবনে অনেক অপশন থাকে। এখানে আমার কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা, আমি কাউকে দোষ দিতে চাই না। সব দোষ নিজের করে নিয়েছি। সবাই ভালো থাকুক।'

পরীমণি আরও বলেন, 'ভালো থাকার জন্য নিজের ব্যক্তিগত জীবন একটি বাউন্ডারির মধ্যে অবদ্ধ রেখেছি। কাজ ও পরিবার নিয়ে সেই জায়গাতেই আমি থাকছি। কারণ, আমাকে আরও ভালো ভালো কাজ করতে হবে। সেই সঙ্গে ছেলে-মেয়েকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মা হিসেবে এটাই আমার বড় দায়িত্ব। এছাড়া কিছু চাওয়ার নেই।'

গত মাসে পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পায়। এছাড়া আগামী মাসে টলিউডে অভিষেক হতে যাচ্ছে পরীমণির। রহস্য-রোমাঞ্চ গল্পে ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি। সিনেমায় পরীমণির সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link