১৫ মার্চ, ২০১৯! এখনও বিভীষিকাময় সেই দিনের কথা ভেবে কেঁপে ওঠেন বাংলাদেশের ক্রিকেটাররা
২০১৯ সালের ১৫ মার্চ। দেখতে দেখতে বছর ঘুরে গেল। কিন্তু আজও সেই বিভীষিকাময় দিনটির কথা মনে করে কেঁপে ওঠেন বাংলাদেশের ক্রিকেটাররা।
কী ঘটেছিল সেদিন! অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউ জিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। ১৫ মার্চ শুরু হওয়ার কথা ছিল ক্রাইস্টচার্চ টেস্ট। তার আগের দিন সেখানে আল নুর মসজিদে বন্দুকবাজের হামলা হয়। সেদিন ওই মসজিদে নামাজ পড়তে আসছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার।
ব্রেন্টন টরান্ট নামের এক ব্যক্তি মসজিদে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন। মারা যান বহু মানুষ। অল্প দূরেই ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। গুলির আওয়াজ শুনে ও বেশ কয়েকজন রকাক্ত মানুষকে দেখে তাঁরা সতর্ক হন। এবং মসজিদে আর না গিয়ে কাছাকাছি একটি পার্কে আশ্রয় নেন বাংলাদেশের ক্রিকেটাররা।
মসজিদ থেকে মাত্র ৫০ গজ দূরে ছিল বাংলাদেশের টিম বাস। গুলির শব্দ শুনে প্রথমে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার বাসের ভিতর মাথা নিচু করে বসে পড়েন।
ঘটনার পরের দিন নিউ জিল্যান্ড থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের ক্রিকেটাররা। সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার খথা মনে পড়লে এখনও ভয়ে শরীরে কাঁটা দেয় তামিম ইকবালদের।