Sheikh Hasina: ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করবেন ইউনূস? তাহলে ভারত থেকে হাসিনাকে গ্রেফতার করা যাবে?
শোনা যাচ্ছে, শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হতে পারে বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চরমে, সেই সময়েই গোপনে দেশ ছেড়েছিলেন হাসিনা। তার আগে ইস্তফা দিয়ে যান বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে। বিশেষ সেনা বিমানে এসে আশ্রয় নেন ভারতে। তারপর থেকে ভারতেই অজ্ঞাত ঠিকানায় রয়েছেন তিনি। ওদিকে মহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার।
আগেও শোনা গিয়েছিল, হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির পথে হাঁটতে পারে বাংলাদেশের নতুন সরকার। এবার শোনা যাচ্ছে ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারির কথা।
রেড কর্নার নোটিস জারি হলে কোনও অভিযুক্তকে অন্য দেশ থেকে গ্রেফতার করে স্বদেশে ফিরিয়ে আনা যায়। ফলে, হাসিনার বিরুদ্ধে যদি রেড কর্নার নোটিস জারি হয়, তবে ভারত থেকে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করতে পারে ইউনূস সরকার, আশঙ্কা তেমনই।
কিন্তু কেন, এরকম আশঙ্কা করা হচ্ছে? বাংলাদেশ কি তেমন কোনও আভাস দিয়েছে?
আসলে রবিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গত জুলাই-অগস্টে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গিয়েছেন, তাঁদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করব আমরা। দ্রুত এই নোটিস জারি করা হবে। তারপর তাঁরা যেখানেই থাকুন না কেন, গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করা হবে! এখন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম এই বক্তব্যে কোথাও উল্লেখ নেই। কিন্তু তা সত্ত্বেও সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে, এই হুঁশিয়ারি তাঁর উদ্দেশ্যেই!