কলকাতায় ব্যাঙ্ক জালিয়াতি, লুঠ শতাধিক গ্রাহকের টাকা
কলকাতা শহর জুড়ে একাধিক ব্যাঙ্কে প্রতারণার শিকার শতাধিক গ্রাহক।
অনলাইনে টাকা লুঠ হয়েছে অসংখ্য গ্রাহকের।
জানা যাচ্ছে, স্টেট ব্যাঙ্ক ও কানাড়া ব্যাঙ্কের বহু গ্রাহকের টাকা উধাও হয়ে গিয়েছে।
কানাড়া ব্যাঙ্কের গোলপার্ক ব্রাঞ্চে মোট ৩৫ জনের টাকা লোপাট হয়ে গিয়েছে।
কানাড়া ব্যাঙ্কের মোট ৬টি ব্রাঞ্চ থেকে টাকা লোপাট হয়েছে। যাদবপুর, গোলপার্ক, কলেজ স্ট্রিট ব্রাঞ্চ থেকে টাকা উধাও হয়েছে।
স্টেট ব্যাঙ্কের একাধিক ব্রাঞ্চ থেকেও টাকা লোপাট হয়েছে।
সূত্রের খবর, অ্যাকাউন্ট থেকে অনলাইনে এই লুঠ হয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান, দিল্লি থেকে কানাড়া ব্যাঙ্কের সার্ভার হ্যাক করা হয়েছে।
তদন্ত শুরু করেছে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি বিভাগ।
ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে দিল্লি যাচ্ছে কলকাতা পুলিস।